ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৪ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৪ কর্মী আটক

নোয়াখালী: নাশকতার অভিযোগে নোয়াখালীতে পৃথক অভিযানে এক এসএসসি পরীক্ষার্থীসহ জামায়াত-শিবিরের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহর মাইজদী ও সেনবাগ উপজেলার সেবারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।



পুলিশ জানায়, দুপুরে সেনবাগ উপজেলার সেবারহাট বাজার থেকে স্থানীয় জামায়াত কর্মী ইকবাল হোসেন টিপুকে গ্রেফতার কর‍া হয়।  

তার বিরুদ্ধে সেনবাগ থানায় ৭/৮টি মামলা রয়েছে বলে জানান সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

এর আগে সকাল ১০টার দিকে মাইজদীর ইসলামিয়া রোড থেকে শিবির সন্দেহে ফুয়াদ (২৩) নামে একজনকে  আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার রেনুমিয়া কন্ডাক্টার মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে এসএসসি পরীক্ষার্থী মাছুম (১৭) ও সাইমুন (২২) নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়।

এসময় তাদের কক্ষ থেকে ব্যানার, লিফলেট, ফেস্টুন জব্দ করা হয়।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উস্কানিমূলক স্লোগান লেখা ব্যানার, লিফলেট, ফেস্টুনসহ তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।