ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
যশোরে ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের টাউন হল ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার গিয়ে শেষ হয়।



এর আগে, শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু।

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুখেন মজুমদার প্রমুখ।
 
৪ জানুয়ারি ঈদে মিলাদুন্নবী থাকার কারণে যশোর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী  মঙ্গলবার উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।