ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া পেট্রোলবোমা নেত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
খালেদা জিয়া পেট্রোলবোমা নেত্রী ড. হাছান মাহমুদ / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পেট্রোলবোমা নেত্রী বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যার রাজনীতি করছে বিএনপি।

আর এই পেট্রোলবোমা নিক্ষেপের নির্দেশদাতা হলেন বিএনপি নেত্রী। তাই তিনি (খালেদা জিয়া) পেট্রোলবোমা নেত্রী।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘ঠিকানা ৭১’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী দিনের পর দিন অবরোধ কর্মসূচি দিয়ে দেশব্যাপী সহিংসতা চালাচ্ছেন। দুই বছরের শিশু, অন্তঃসত্ত্বা মা, দিনমজুর এমনকি আইনশৃঙ্খলা বাহিনীও জিয়া ও তার দলের সন্ত্রাসীদের পৈশাচিকতা থেকে রেহাই পায়নি। পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যার ঘটনা সমসাময়িক বিশ্বে কোথাও ঘটেনি, ঘটছেও না।  

খালেদা জিয়া জনগণের ক্রোধের আগুনে পুড়ে ছাই হবেন এমন মন্তব্য করে আ’লীগের এ নেতা বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপির সন্ত্রাসীরা প্রায় ৪০ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে দেখা যাবে বিক্ষুব্ধ জনতা বেগম জিয়াকে ঘেরাও করবেন।
 
তিনি বলেন, জনগণ আশা করেছিলো খালেদা জিয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেবেন। কিন্তু অবরোধ প্রত্যাহার না করে আসলে তিনি (খালেদা জিয়া) পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার ঘোষণা দিয়েছেন। মানুষ হত্যার দৃশ্য টিভিতে দেখে বেগম জিয়া পুলকিত হন। আগুনে দগ্ধ শিশুর আর্তনাদও বেগম জিয়ার কানে পৌছায় না।
 
অনুষ্ঠানে উপস্থিত খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে সংলাপ নয়, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইয়াহিয়া-ভুট্টোর আলোচনার মতো তাদের সঙ্গে আলোচনা সফলও হবে না।

অধ্যাপক একেএম ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শামসুল হক টুকু, বলরাম পোদ্দার, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।