ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কালাইয়ে ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
কালাইয়ে ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল পালন

জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে ২০ দলীয় জোটের ১৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ও ৬ নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে মহাসড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা।



হরতাল চলাকালে পৌর শহরের প্রধান প্রধান সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করার সময় কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। সেই সঙ্গে দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠানও আংশিক বন্ধ ছিল। তবে নাশকতা এড়াতে পুলিশ ও র‌্যাব-৫ এর সদস্যরা ছিল তৎপর।

রোববার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বের করা হরতাল বিরোধী মিছিলে হামলার ঘটনায় কালাই থানায় ২০ দলের ১৭৫ জনকে আসামি করে মামলা করাসহ ৬ জনকে গ্রেফতারের প্রতিবাদে কালাই থানা ২০ দলের নেতা কর্মীরা এ হরতাল আহ্বান করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৫টা) কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।