ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীপুরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
শ্রীপুরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১২

গাজীপুর: অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন।



শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় কাওরাইদ রেলস্টেশন মাঠে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল নেতা জুয়েলের নেতৃত্বে কাওরাইদ রেলস্টেশন সংলগ্ন ছাত্রদলের  অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীরা এক সভায় মিলিত হন। রাত ১০টায় সভা শেষে কার্যালয় থেকে বের হলে ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগ হামলা করে।

ছাত্রদল কর্মীরাও পাল্টা হামলা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদলের ১০জন ও ছাত্রলীগের দুইজন
কর্মী রয়েছেন।   ছাত্রদলের আহত দশজনের মধ্যে বাবু ও রুবেলের অবস্থা আশঙ্কাজনক।

শ্রীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।