গাজীপুর: অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় কাওরাইদ রেলস্টেশন মাঠে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল নেতা জুয়েলের নেতৃত্বে কাওরাইদ রেলস্টেশন সংলগ্ন ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীরা এক সভায় মিলিত হন। রাত ১০টায় সভা শেষে কার্যালয় থেকে বের হলে ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগ হামলা করে।
ছাত্রদল কর্মীরাও পাল্টা হামলা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদলের ১০জন ও ছাত্রলীগের দুইজন
কর্মী রয়েছেন। ছাত্রদলের আহত দশজনের মধ্যে বাবু ও রুবেলের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই।
বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫