ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় পেট্রোল বোমাসহ আটক শিবিরকর্মীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কুমিল্লায় পেট্রোল বোমাসহ আটক শিবিরকর্মীর কারাদণ্ড

কুমিল্লা: কুমিল্লায় নগরীর শাসনগাছা এলাকা থেকে একটি পেট্রোল বোমাসহ নূরে আলম (৩২) নামে এক শিবিরকর্মীকে ‍আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ওই এলাক থেকে তাকে আটক করা হয়।



পরে জেলা প্রশাসনের এনডিসি নাজমুল হাসান এ স‍াজার আদেশ দেন। পরে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত নূরে আলম ওই এলাকার বাসিন্দা।

নাজমুল হাসান জানান, রাতে শাসনগাছা এলাকায় নাশকতা সৃষ্টিকালে ওই শিবির কর্মীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেওয়া হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কুমিল্লার কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।