ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাসে আগুন দিতে গিয়ে পেট্রোলসহ আটক ৩ শিবির কর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
বাসে আগুন দিতে গিয়ে পেট্রোলসহ আটক ৩ শিবির কর্মী ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সময় তিন শিবির কর্মীকে হাতেনাতে আটক করেছে জনতা। তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃত তিনজন হলেন শিবির নেতা আবু সাঈদ, শিবির কর্মী শিহাব ও মাহমুদ। তাদের কাছ থেকে ৫ বোতল পেট্রোল ও গান পাউডার উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় ফতুল্লার কাশীপুর দেওয়ানবাড়ি এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী দিঘিরপাড় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফতুল্লার কাশীপুর এলাকায় এলে ১০-১২ যুবক রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসটির পথরোধ করেন। পরে তারা লাঠিসোটা দিয়ে বাসটি ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালান। এলাকার লোকজন ধাওয়া করে ৫ বোতল পেট্রোল ও গানসহ তিনজনকে আটক করে। জনতা তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন জানান, বাসে আগুন দেওয়ার সময়ে ৫ বোতল পেট্রোল ও গান পাউডারসহ ওই তিনজনকে আটক করা হয়েছে।

তাদেরকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।