ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে বিএনপির অফিস ভাঙচুর‍

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
জামালপুরে বিএনপির অফিস ভাঙচুর‍

জামালপুর: জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
 
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পরে অবরোধের পক্ষে-বিপক্ষে জেলা শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়।

স্থানীয় সূত্র জানায়, ২০ দলীয় জোটের টানা অবরোধের সমর্থনে দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা শহর প্রদক্ষিণ করে।
 
এ সময় বিএনপি-জামায়াতের কর্মীরা ৫টি অটোরিকশা ও আওয়ামী লীগের কয়েকটি ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে।
 
এছাড়া পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজমের কুশপুতুল দাহ করে তারা।

পরে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরে অবরোধবিরোধী মিছিল বের করে। এ সময় তরা স্টেশন রোডের জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
 
পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয় এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তবে অবরোধের পক্ষে-বিপক্ষে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ হার্ড লাইনে অবস্থান করায় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জামালপুর বিজিবির ব্যাটিলিয়ন কমান্ডার লে. কর্নেল তারিক কবির বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি বিএনপির অফিস ভাঙচুর ও  রক্ষিত ফাইলপত্র ও আসবাবপত্রে আগুন দিয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫/আপডেট: ১৭৫৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।