ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে বিএনপি অফিস ভাঙচুর, পাল্টাপাল্টি হামলা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
জামালপুরে বিএনপি অফিস ভাঙচুর, পাল্টাপাল্টি হামলা

জামালপুর: জামালপুরে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।



শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকের জামালপুর রেলগেট এলাকায় জামালপুর জেলা বিএনপির এ অফিস ভাঙচুর করা হয়।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বাংলানিউজকে জানান, সরকারি দলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে জেলা বিএনপির অফিস ভাঙচুর করে। এসময় তারা অফিসে রক্ষিত ফাইলপত্র ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় বিএনপির সমর্থকরা আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘটনা ঘটছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (৩টা ৫০ মিনিট) জেলা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।