ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের মিছিল সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের মিছিল সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: বিএনপি-জামায়াতের নাশকতা ও ধ্বংসাত্মক কর্মসূচির প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি জেলা শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে বঙ্গবন্ধু প্রতিকৃতি চত্বরে সমাবেশে মিলিত হয়।

সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন প্রমুখ।

এছাড়া আরও বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, জেলা কৃষকলীগের আহ্বায়ক মুশফিকুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনিমুদ্দৌলা চৌধুরী, যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক সান্ত্বনা হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।