ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
খালেদার কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিরাপত্তা জোরদার করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় এলাকায়।

শনিবার দুপুরে আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদের পর ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

শুরু করা হয় বিজিবি টহল।

ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নুরুল আমিন বলেন, কোকোর মৃত্যু সংবাদ শোনার পরই আমরা গুলশান এলাকায় পুলিশের সংখ্যা বাড়িয়ে দিয়েছি।

এর আগে মালয়েশিয়ায় অবস্থানরত খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো দুপুর সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।