ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে শিবির সভাপতিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
মানিকগঞ্জে শিবির সভাপতিসহ আটক ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও এক কর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ২৩টি চৌফলা (তারকাঁটা দিয়ে তৈরি চার মাথা বিশিষ্ট পেরেক), ৫০০ গ্রাম পেট্রল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।



শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলন করে তাদের আটকের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ময়েজ ইবনে ইকবাল (২৬) ও শিবিরকর্মী আলাউদ্দিনকে (১৮) জাগীর ব্রিজের ওপর চৌফলা ফেলার সময় হাতেনাতে আটক করা হয়।

আটক ময়েজ শহরের পশ্চিম দাশড়া এলাকার ইকবাল হোসেন ও আলাউদ্দিন কুমিলা জেলার আহমদ আলীর ছেলে। আটকদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম, ডিআইও-১ মাহবুবুল আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।