ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পণ্যবাহী যান হরতালের আওতামুক্ত রাখতে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
পণ্যবাহী যান হরতালের আওতামুক্ত রাখতে মানববন্ধন ছবি: ফাইল ফটো

ঢাকা: সব্জি-ডিম-দুধসহ সকল কৃষিপণ্যবাহী যানবাহন হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল‍) নামের একটি সংগঠন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।



মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির অপরিনামদর্শী অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যা জনজীবনকে অস্থিতিশীল, অনিশ্চিত ও স্থবির করে তুলেছে। এতে বিবাদমান রাজনৈতিক দলের লাভ-ক্ষতি যা-ই হোক, উপুর্যপরি হরতাল ও অবরোধে দেশের কৃষকরা ক্রমাগত ক্ষতির স্বীকার হচ্ছেন। প্রান্তিক অবস্থানের কৃষক-ক‍ৃষাণীদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, শীত মৌসুমে ক্ষুদ্র উৎপাদকরা তাদের উৎপাদিত শাক-সব্জি, ডিম-মুরগি, দুধসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে চরম বিপাকে পড়েছেন। মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচলে হিংসাত্মক বাধা দেওয়ার ফলে স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন কৃষিপণ্যের আপাত:-চাহিদা কমে গেছে। সম্ভাব্য ক্ষতির দায় মেটানোর চেষ্টায় স্থানীয় ফড়িয়ারা শাক-সব্জি, দুধ, মাছ, ডিমের স্বাভাবিক মূল্যের চেয়ে অনেক কম মূল্য দিতে চাইছে, ফলে ক্ষুদ্র উৎপাদকরা কখনো কখনো উৎপাদন-মূল্যের চাইতে কমে নামমাত্র মূল্যে কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট নারীনেত্রী শিরীন আখতার এমপি, সিএসআরএল এর সাধারণ সম্পাদক শরমিন্দ নির্লোমী, বিশিষ্ট জলবায়ু বিজ্ঞানী ড. আহসান উদ্দিন আহমেদ, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল, বাংলাদেশ ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী প্রমুখ।
  
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।