ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

দিনাজপুর: নাশকতার অভিযোগে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।



দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন জানান, আটকদের মধ্যে বিএনপির ২০ জন ও জামায়াতের ১৫ জন রয়েছেন।

এদের মধ্যে দিনাজপুর কাহারোল থানায় ৬, কোতোয়ালি ৫ জন, ঘোড়াঘাটে ৫ জন, চিরিরবন্দরে ৪ জন, পার্বতীপুরে ৩ জন, বীরগঞ্জে ৩ জন, বিরলে ২ জন, খানসামায় ২ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ১ জন ও হাকিমপুর থানায় ২ জন রয়েছেন।

এছাড়া নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি নিয়মিত টহল ও যানবাহন বিশেষ নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।