ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে শিবিরের ককটেল, আগুন, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
গাজীপুরে শিবিরের ককটেল, আগুন, আহত ১

গাজীপুর: হরতাল ও অবরোধ সমর্থনে গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লেগুনায় আগুন দিয়েছে শিবিরকর্মীরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।



বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে গাজীপুর শহরের ঢাকা-গাজীপুর সড়কের শিববাড়ি এলাকায় চান্দনা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-গাজীপুর সড়ক অবরোধের উদ্দেশে চান্দনা সিনেমা হলের সামনে মিছিল নিয়ে আসে কয়েকজন শিবিরকর্মী। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি লেগুনায় আগুন দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন। তাকে মাথায় রক্ত নিয়ে রিকশাযোগে চলে যেতে দেখেছেন স্থানীয়রা। তবে তার
নাম-পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.
মোমিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৮,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।