ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে আ’লীগ-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সিরাজগঞ্জে আ’লীগ-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হরতালের সমর্থনে জামায়াত শিবিরের কর্মীরা মিছিল বের করলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থনকারীরা।



বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বহুলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ এনামুল হক বাংলানিউজকে জানান, সকালে বহুলী বাজার এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে ও পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। আধাঘন্টা উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে, সিরাজগঞ্জ শহরে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বাজার স্টেশন এলাকা থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার নেতৃত্বে ও জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী ও যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিমের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল বের হয়।

সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় বাধা দেওয়া, দলীয় নেতাকর্মীদের আটক, মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে জেলা বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

হরতালের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাভ্যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে দোকান-পাট আংশিক বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।