ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে ১৩ বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেফতার ৫৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
রংপুরে ১৩ বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেফতার ৫৪ প্রতীকী

রংপুর: রংপুরে নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে ১৩ বিএনপি, জামায়াত-শিবিরকর্মীসহ মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত থেকে বুধবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



অভিযান চালানো হয়- জেলার কাউনিয়া, তারাগজ্ঞ, বদরগজ্ঞ, পীরগজ্ঞ, মিঠাপুকুর, পীরগাছা, গংগাচড়া ও রংপুর মহনগরীর বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ১১ জামায়াত-শিবির ও ২ বিএনপিকর্মীসহ মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া বাকি ৪১ জন মাদক ব্যবসায়ী, খুনি ও বিভিন্ন মামলার পলাতক আসামি।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামীতেও পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।