ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান বাসদের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান বাসদের

ঢাকা: জনগণের গণতান্ত্রিক অধিকার, নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরির দাবিতে ঘোষণা করা বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান।



এতে জনগণের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি এবং রাষ্ট্রীয় নিপীড়ন, সংঘাত বন্ধের দাবিতে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।