ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীমঙ্গলে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
শ্রীমঙ্গলে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।



শুক্রবার(৩০ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের সংবাদ জানানো হয়।

জোটের অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে হরতালের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।