ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘গণহত্যার দায়ে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
‘গণহত্যার দায়ে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে’ সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা: যৌথ বাহিনীর গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে সতর্ক করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সতর্কতা দেন।



বিএনপির এ যুগ্ম-মহাসচিব তার বিবৃতিতে বলেন, পৈশাচিক গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন আর বেশি দূরে নয়। নির্বিচারে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করার আদেশ দিয়ে তিনি সেই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। তার দলের নেতা-মন্ত্রীরা মিছিলকারীদের কোন কোন অঙ্গে কীভাবে গুলি করতে হবে- তার নির্দেশনাও দিয়ে যাচ্ছেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, গতকাল ঢাকা মহানগরের শাহ আলী থানার শিবির নেতা এমদাদ উল্লাহকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ক্রসফায়ারের আষাঢ়ে গল্প সাজানো হয়েছে বরাবরের মতো। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানাচ্ছি। ইতোপূর্বে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, মতিয়ার রহমান, শিবির নেতা আসাদুজ্জামান তুহিন, জামায়াত নেতা এমরুল কায়েসসহ সারাদেশে যেসকল বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের এভাবে হত্যা করা হয়েছে সেসব হত্যাকাণ্ডের জন্য ভবিষ্যতে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বিএনপির এ মুখপাত্র বলেন, এর আগে একুশে টিভির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামকেও বিনা অপরাধে গ্রেফতার করে এবং একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিভিন্ন কৌশলে নিয়ন্ত্রণ করে সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আড়াল করার ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে এ দমন-পীড়ন অব্যাহত রাখা হচ্ছে।

বিবৃতিতে রোববার বিকেলে ‘নিউ এইজ’ পত্রিকার সাংবাদিকসহ দু’জনকে পুলিশের বেদম নির্যাতনের নিন্দা জানান সালাহ উদ্দিন আহমেদ। একইসঙ্গে সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারেরও দাবি জা‍না।

এছাড়া, বিএনপির এ যুগ্ম মহাসচিব তার বিবৃতিতে মিরপুরের নাসিম প্লাজায় অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়ার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।