ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যশোর জামায়াতের আমিরকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
যশোর জামায়াতের আমিরকে অব্যাহতি

যশোর: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রশীদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন।



তিনি বাংলানিউজকে জানান, জামায়াতের কেন্দ্রীয় কমিটি যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রশিদকে দল থেকে অব্যাহতি দিয়ে যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আবু সাঈদকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দিয়েছেন।

তবে, কি কারণে অধ্যাপক আব্দুর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি মো. শাহাবুদ্দিন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।