ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর মৃত্যুতে বগুড়ায় শোক-দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোকোর মৃত্যুতে বগুড়ায় শোক-দোয়া মাহফিল

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে। এছাড়াও তাৎক্ষণিকভাবে বাদ মাগরিব শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে তারা।



শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু এক বার্তায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৫ জানুয়ারি) প্রত্যেকটি উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড এলাকার মসজিদে দিনব্যাপী কোরান খতম ও বিশেষ দোয়া করা হবে।

বার্তায় বিভিন্ন ইউনিটের পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সম্মিলিত পেশাজীবি পরিষদ বগুড়া জেলার আহ্বায়ক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাড. হাফিজুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বাছেদসহ অন্যরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।