ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে প্রবেশ করতে না দেওয়া লজ্জাজনক ও অমানবিক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
প্রধানমন্ত্রীকে প্রবেশ করতে না দেওয়া লজ্জাজনক ও অমানবিক ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদে প্রধানমন্ত্রী একজন মা হিসেবে তার (খালদার) সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হলো না।

যা একটি লজ্জাজনক ও অমানবিক কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়েও প্রবেশ করতে না পেরে ফিরে যাওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী একজন মা হিসেবে মানবিক কারণে আরেক মায়ের ছেলের মৃত্যুর সংবাদে গিয়েছিলেন। তিনি সমবেদনার জন্য গিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীকে প্রবেশ করতে দেওয়া হলো না। যা একটি লজ্জাজনক ও অমানবিক কাজ।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।