ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর মৃত্যুতে তারেক রহমান গবেষণা কেন্দ্রের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোকোর মৃত্যুতে তারেক রহমান গবেষণা কেন্দ্রের শোক

ঢাকা: জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ।

শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।



এতে বলা হয়, জাতির এই ক্রান্তিকালে দেশের ১৬ কোটি জনতার অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারী খালেদা জিয়ার ছেলের অকাল মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতির স্বীকার হয়েছেন মহান আল্লাহ তা সহ্য করার সার্বিক তৌফিক দান করুক।

বিজ্ঞপ্তিতে সংগঠনের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলী ইউছুফ, মহাসচিব আলমগীর নূর, সিনিয়র যুগ্ম মহাসচিব ইয়াসমিন আক্তার শিমু এবং যুগ্ম মহাসচিব শাহ সরোয়ার হোসেন কোকোর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই সঙ্গে খালেদা জিয়ার এই দুঃসময়ে ২০ দলীয় ঐক্যজোটের সর্বস্তরের নেতাকর্মী ও সমগ্র দেশবাসীকে খালেদা জিয়ার পাশে থাকার আহ্বান জান‍ানো হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।