ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর মৃত্যুতে রবি ও সোমবার বিএনপির দোয়া মাহফিল

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোকোর মৃত্যুতে রবি ও সোমবার বিএনপির দোয়া মাহফিল

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে রবি ও সোমবার দেশব্যাপী মসজিদে-মসজিদে কোরানখানি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে বারোটায় মালয়েশিয়ার মালোয়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মারা যান আরাফাত রহমান কোকো। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।
 
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।