ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর মৃত্যুতে রিজভীর শোক

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোকোর মৃত্যুতে রিজভীর শোক আরাফাত রহমান কোকো ও রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে বারোটায় মালয়েশিয়ার মালোয়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মারা যান কোকো (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।



তার এই এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে যখন গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন চলছে ঠিক তখন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যু সংবাদ বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীসহ গোটা দেশবাসীর নিকট নিঃসন্দেহে দুঃসহ বেদনার। ’

‘মহান আল্লাহ রাব্বুল আলামি যেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সন্তান হারানোর মতো বিশাল শোক সইবার তৌফিক দান করেন। ’

শোকবার্তায় রিজভী আহমেদ মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।