ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিবিসি সংলাপে মাহবুব ও শাজাহান খান

‘সহিংসতার দায় বিএনপির নয়’, ‘বিএনপি জনগণের প্রতিপক্ষ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
‘সহিংসতার দায় বিএনপির নয়’, ‘বিএনপি জনগণের প্রতিপক্ষ’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমানে দেশব্যাপী যে সব সহিসংতা চলছে এর দায় বিএনপিকে দেওয়া হচ্ছে। তবে এসবের কিছুই বিএনপি করছে না।

আর এর দায়ও বিএনপির নয় বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের। ‍অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি বর্তমানে জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করছে। যা আগে কখনও দেখিনি।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে অংশ নিয়ে তারা এসব মন্তব্য করেন।

ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় ও আকবর হোসেনের উপস্থাপনায় সংলাপ অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট (ব্লাস্ট)’র নির্বাহী পরিচালক সারা হোসেন।
 
লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বর্তমানে যে সব সহিসংতার দায় বিএনপিকে দেওয়া হচ্ছে, এসব বিএনপি করছে না। বিএনপির আবরণে অন্য কেউ এসব করছে। খালেদাকে গ্রেফতারেই সমাধান নয়, চলমান সমস্যার সমাধান একমাত্র সংলাপেই।

তিনি আরও বলেন, বর্তমানে আলোচনা হচ্ছে খালেদাকে গ্রেফতারের। এমনটা হলে এটি একটা কঠিন এবং হঠকারি সিদ্ধান্ত হবে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে দেশকে কঠিন খাদের শেষ প্রান্তে ঠেলে দেওয়া হবে।
 
শাজাহান খান বলেন, বিরোধীদল জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করে এমন কখনও দেখিনি। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে রানা প্লাজার মতো দেশ ধসে পড়বে না। এগুলো দিয়ে ওনাকে সাবধান করে দেওয়া হচ্ছে, যেন উনি এগুলো আর না করেন।
 
শাহীন আনাম বলেন, অবশ্যই সংলাপ লাগবে, তবে তার আগে সহিংসতা বন্ধ করতে হবে।
 
আইনজীবী সারা হোসেন বলেন, আমাদের ইতিহাসের কোথাও বলা নেই যে দমননীতিতে গেলে সমাধান আসবে। আদর্শের বিপক্ষের শক্তির সঙ্গে সংলাপ না করতে চাইলেও, যারা নির্বাচনের পক্ষে আছে তাদের সঙ্গে সংলাপ করতে বাধা কোথায়।
 
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।