ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে বিএনপির ঝটিকা মিছিল, ভাঙচুর, আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
দিনাজপুরে বিএনপির ঝটিকা মিছিল, ভাঙচুর, আগুন

দিনাজপুর: দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে অটোরিকশা-ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত পৌনে দশটার দিকে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় শহরের মুন্সীপাড়া এলাকায় একটি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাকের মালিক জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন বাংলানিউজকে বলেন, ট্রাকে নাশকতাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া জোড়া ব্রিজ, পৌরসভা মোড়, মহিলা কলেজ মোড় এলাকায় ৫টি অটোরিকশা
ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।
 
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান পিপিএম বাংলানিউজকে জানান, নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।