ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মাইজদীতে ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোল বোমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
মাইজদীতে ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোল বোমা প্রতীকী

নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় ট্রাকটি।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাত আটটার দিকে পুলিশ প্রহরায় পণ্যবাহী কয়েকটি ট্রাক, পিকআপ ভ্যান জেলা শহর মাইজদী থেকে সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে শহরের পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে দূর্বৃত্তদের ছোড়া একটি পেট্রোল বোমা‍ পণ্যবাহী একটি ট্রাকের সামনের অংশে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এসময় ট্রাকের চালক ও সহকারী দ্রুত ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে সামান্য আহত হন।

সুধারাম থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে জানান, খবর পেয়ে সদর সর্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিস্কৃতি চাকমাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এদিকে ঘটনার পর ওই এলাকায় অভিযানে নামে পুলিশ। তবে রাত ১২টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।