ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

২০ দলীয় জোটের হরতাল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
২০ দলীয় জোটের হরতাল শুরু প্রতীকী

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।



এর আগে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে বিএনপির স্বেচ্ছায় আত্মগোপনে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে চলমান অবরোধের পাশাপাশি এ হরতাল ডাকা হয়েছে।

দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।