ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা

খালেদাকে হুকুমের আসামি করে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
খালেদাকে হুকুমের আসামি করে মামলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়েছে।

উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান শনিবার বিকালে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন।



মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা ছাড়াও পেট্রোল বোমা ছোঁড়ার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে। আর পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে রয়েছে যাত্রাবাড়ী থানা বিএনপির ৫০ নেতাকর্মীর নাম।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় মামলাটি দায়ের করা হয়।

শনিবার বিকেলে এ মামলা দায়ের করা হলেও রোববার সকালে বিষয়টি প্রকাশ পায়।

ডিএমপির ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোশতাক আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করেন।

মামলার বাদী যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে।

গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোঁড়া হলে ২৯ জন দগ্ধ হন। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।