ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রাজধানীতে আটক ৯ প্রতীকী

ঢাকা: রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে যৌথবাহিনী। নাশকতার শঙ্কায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।



রোববার (২৫ জানুয়ারি) সকালে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে চলমান নাশকতারোধে ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার লক্ষে শনিবার (২৪ জানুয়ারি)  দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে মোট ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

এদের মধ্যে যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ জনকে, কদমতলী এলাকা থেকে ২ জনকে এবং ডেমরা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে বলেও জানান ডিসি।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য উদঘাটনের স্বার্থে তাদের নাম-পরিচয় জানাতে চায়নি পুলিশ।

সম্প্রতি যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা নিক্ষেপে ২৯ জন দগ্ধ হন। এদের মধ্যে সকলেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক শ্যামন্ত লাল সেন।

ডিসি মোস্তাক আহম্মেদ আরো জানান, যাত্রাবাড়ীর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্যই এই অভিযানে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।