ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলাহাটে পেট্রোল বোমা-ককটেলসহ বিএনপি কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
ভোলাহাটে পেট্রোল বোমা-ককটেলসহ বিএনপি কর্মী আটক ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বোমা তৈরির সময় নয়ন (২৬) নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে চারটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।



রোববার (২৫ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়।

আটক বিএনপি কর্মী নয়ন ভোলাহাটের মুসরিভূজা সোনারপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।

এলাকাবাসী ও ভোলাহাট থানা পুলিশ জানায়, রোববার সকালে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের একটি পুরানো ভবনে হাত বোমা তৈরি করা হচ্ছে, এমন খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় বোমাসহ নয়নকে আটক করা হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নয়ন ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুরুল হোদা খুনের অন্যতম পলাতক আসামি।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সহসভাপতি আনোয়ার ইসলাম জানান, নয়ন তাদের দলের কোনো নেতা নয়, তবে কর্মী হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫/আপডেট: ১৪৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।