ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের শোক

নড়াইলে ছাত্রদল নেতার, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকের পিতার মৃত্যু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
নড়াইলে ছাত্রদল নেতার, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকের পিতার মৃত্যু

ঢাকা: নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম টুটুল (৩৪) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করায় শোক জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার (২৫ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ শোক জানান।

 

তারা বলেন, এই অবৈধ সরকারের অব্যাহত দমন-পীড়ন ও পুলিশি সন্ত্রাসের কারণে তিনি অকালে ঝড়ে যেতে বাধ্য হলেন।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান মাছিনদিয়ায় বাদ জোহর দাফন করা হবে।

এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদের পিতা হাজী মো. আবদুর রব (৯৩) বার্ধক্যজনিত কারনে শনিবার (২৪ জানুয়ারি) গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে সকাল সাড়ে ১০টায় মারা গেছেন। তাকে লক্ষীপুরের রামগঞ্জে কবরস্থ করা হয়েছে। নেত‍ারা তার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।