ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ-মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ-মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচি ও ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিনে বরিশালের বাকেরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় বাকেরগঞ্জের পাতাবুনিয়া সড়কের গোমা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খানের নেতৃত্বে একটি মিছিল বের করে বিএনপি।



মিছিলটি গোমা ডিসি সড়কের বেশ কয়েকটি স্থান প্রদক্ষিণ করে। একপর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে, সকাল থেকে নগরীর কয়েকটি স্থানে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের তৎপরতায় তা পণ্ড হয়ে যায়।

এছাড়া নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলি থেকে আভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে। স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।