ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে আ’লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ঝালকাঠিতে আ’লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেনের বাসায় পেট্রল বোমা মেরেছে দুর্বৃত্তরা। এছাড়া ঝালকাঠির প্রধান বাসস্ট্যান্ডে থামানো একটি বাসে পেট্রল বোমা মেরে পুড়িয়ে দিয়েছে তারা।



রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে পৃথক এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পৌর মেয়র আফজাল হোসেন বাংলানিউজকে জানান, অবরোধকারীরা তাকেসহ পরিবারের সবাইকে পুড়িয়ে মারার জন্য পেট্রল বোমা হামলা চালিয়েছে। বাসায় কেউ না থাকায় পাশের বাসার লোকজনের কাছে আগুনের খবর শোনেন তিনি।

ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তার বাসার ভেতরের বেশ মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

অপরদিকে রংধনু নামে খুলনা-বরিশালগামী বাখেরগঞ্জ (ব-৩১) একটি থামানো বাসে পেট্রল বোমা মারলে আগুন ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও বাসটি প্রায় পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে পুলিশ বাসের কাছ থেকে একজনকে আটক করেছে।
 
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়াস সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত না হলেও বাসের ভেতরের অংশ পুড়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মজিদ আলী বাসস্ট্যান্ডের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়দের ডেকে স্ট্যান্ডে নিয়মিত পাহারা দেওয়ার নির্দেশ দেন। দুষ্কৃতিকারীদের ব্যাপারে সতর্ক থেকে তাদের ধরিয়ে দেয়ার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।