ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সদর উপজেলাসহ সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা।



দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং বিভিন্ন নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।