ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে জামায়াত-বিএনপির ৯ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
মেহেরপুরে জামায়াত-বিএনপির ৯ কর্মী আটক ছবি: প্রতীকী

মেহেরপুর: নাশকতার আশঙ্কায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) রাতভর পৃথক অভিযান চালিয়ে মুজিবনগর ও গাংনী থানা পুলিশ তাদের আটক করে।


 
আটক কর্মীদের মধ্যে গাংনী থানা পুলিশ দু’জন ও মুজিবনগর থানা পুলিশ সাতজনকে আটক করে।
 
এরা হলেন-মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকার হেলাল উদ্দীনের ছেলে মুন্সী মোকাদ্দেস হোসেন (৪৬), গোপালনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে ফারুক শেখ (২৭), হজরত আলী শেখের ছেলে আলারুদ্দীন শেখ (৪২), রফিক শেখ (৫০), ইয়ার আলীর ছেলে রহিদুল ইসলাম (৩৫), মোনাখালি গ্রামের জালাল উদ্দীন মালিথার ছেলে আজিল শেখ (৫০) ও গৌরীনগর গ্রামের জিনারুল ইসলামের ছেলে আলী হোসেন (৩০)।

গাংনীর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, এ উপজেলা থেকে শুকুরকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে হেলাল উদ্দীন (৩৫) ও মুন্দ‍াগ্রামের ছহির উদ্দীনের ছেলে তরিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধের সময় নাশকতার আশঙ্কায় রোববার রাতে গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

সোমবার কার্ষবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।