ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশা ভাঙচুর, আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশা ভাঙচুর, আটক ১৫

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিরমোড় এলাকায় একটি ট্রাকসহ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের শান্তিরমোড় এলাকায় একটি ট্রাকসহ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে জামায়াত-শিবিরের কর্মীরা। পরে রাস্তায় ইট ফেলে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে তারা। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গেলে পালিয়ে যায় তারা। এসময় ঘটনাস্থল থেকে ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

এছাড়া হরতালের সমর্থনে আর কোথাও পিকেটারদের তৎপরতা লক্ষ্য করা যায়নি। শহরের অধিকাংশ দেকানপাট বন্ধ রয়েছে। হরতাল ও অবরোধের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস ছেড়ে যায়নি। তবে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলার অন্য কোথাও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।