ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ পোড়ানোর বিরুদ্ধে জনগণ প্রতিবাদী হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
মানুষ পোড়ানোর বিরুদ্ধে জনগণ প্রতিবাদী হচ্ছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে জনগণ প্রতিবাদী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে জনগণ গণপিটুনি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।



সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে হাছান মাহমুদ আরো বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে শুধু তাদের গণপিটুনি দিলে হবে না, যারা এর নির্দেশ দিচ্ছেন তাদেরও গণপিটুনি দিতে হবে। তাহলেই ককটেল ও পেট্রোল বোমা মারা বন্ধ হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর অতীতের সব কিছু ভুলে প্রধানমন্ত্রী তাকে সমবেদনা জান‍াতে গিয়েছিলেন। একজন মা আরেকজন মাকে সমবেদনা জানাতে গেলেও তারা তাতে সাড়া দেননি। বাংলাদেশের সংস্কৃতিতে এ ধরনের শিষ্টাচার বিবর্জিত ঘটনা এর আগে ঘটেনি।

খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চেয়ে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহবানও জানান হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।