ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর মৃত্যুতে শোক বইয়ে সই চলছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
কোকোর মৃত্যুতে শোক বইয়ে সই চলছে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সংরক্ষিত শোক বইয়ে দ্বিতীয় দিনের মতো সই শুরু করেছেন বিদেশি কূটনীতিক ও দলীয় নেতাকর্মীরা।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে কূটনীতিক ও নেতাকর্মীরা এ সই শুরু করেন।



কোকোর মৃত্যুতে রক্ষিত শোক বইয়ে দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সই করেছেন নরওয়ের রাষ্ট্রদূত মেরিডি ল্যানডিমো। দুপুর সোয়া ১২টার দিকে তিনি খালেদার কার্যালয়ে এসে সই করে যান। এরপর সই করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ‍আলী আহমেদ ইব্রাহিম, তুর্কি রাষ্ট্রদূত  হোসেইন মোফতুগলু ও স্পেনের রাষ্ট্রদূত লুইস তাজিদা।

অপরদিকে, কোকোর মৃত্যুতে খালেদার কার্যালয়ে শোকবার্তা পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও নেপালের রাষ্ট্রদূত।

এদিকে, কোকোর মৃত্যুতে কেন্দ্রঘোষিত তিন দিনব্যাপী শোক দিবসের প্রথম দিন পালন করছে রাজধানীসহ সারা দেশের বিএনপি নেতাকর্মীরা। কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সোমবার সকালের পর থেকে খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ প্রমুখ।

পরে শোক বইয়ে সই করতে গুলশান কার্যালয় উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী ও নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫/আপডেট ১৬০৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।