ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর গায়েবানা জানাজা মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
কোকোর গায়েবানা জানাজা মঙ্গলবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজার তারিখ পরিবর্তিত হয়েছে।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এ তথ্য জানিয়েছেন।



এতে বলা হয়েছে, কোকোর মৃত্যুতে বিএনপি দেশব্যাপী বুধবার গায়েবানা নামাজে জানাজার দিন নির্ধারণ করা হলেও তা পরিবর্তন করে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় করা হয়েছে।

ঢাকা মহানগর ব্যতীত সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এ কর্মসূচিতে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে এক ঘোষণায় গায়েবানা জানাজা বুধবার সম্পন্ন হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

** মঙ্গলবার ঢাকা পৌঁছাবে কোকোর মরদেহ
** জানাজা শেষে ফের হিমঘরে কোকোর লাশ
** কোকোর মরদেহ আনতে মালয়েশিয়ায় শামীম ইস্কান্দার
** মালয়েশিয়ায় কোকোর জানাজা সম্পন্ন
** গেট খোলেনি খালেদার কার্যালয়ের, ফিরে গেলেন প্রধানমন্ত্রী (ভিডিও)

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।