ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ ককটেলসহ বিএনপি-যুবদলের ১৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ ককটেলসহ বিএনপি-যুবদলের ১৪ নেতাকর্মী আটক ছবি : প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে ১০টি ককটেলসহ যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজমকে (৪৫) আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন শহরের বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে পিকেটিংয়ের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।



এছাড়া রোববার গভীররাত থেকে সোমবার (২৬ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৩ কর্মীকে আটক করা হয়।  

এদিকে, ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিনে শহরে মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।