ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘অবৈধ বিএনপি’র সঙ্গে সংলাপে না বসার আহবান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
‘অবৈধ বিএনপি’র সঙ্গে সংলাপে না বসার আহবান ছবি : রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান যে বিএনপি আছে তা ‘অবৈধ’। তাদের সঙ্গে দেশের রাজনীতি নিয়ে কোনো সংলাপ না করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন ‘সংকটকালীন বিএনপি’র মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম।


 
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।
 
কামরুল হাসান নাসিম বলেন, বিএনপিকে মূল ধারায় ফিরিয়ে আনতে আমি একজন ওষুধওয়ালা মাত্র। আমি এ উদ্যোগ না নিলো হয়তো আগামী ছয় মাসের মধ্যে বিএনপি ভেঙে যেতো। আমি আগামী ছয় মাসের মধ্যে বিএনপির সকল কমিটি পুর্নগঠন করে সেখান থেকে দলের চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচন করবো।
 
তিনি আরও বলেন, দেশের জন্য আগামী ৫০/১০০ বছরের জন্য যারা দীর্ঘমেয়াদী ভিশন দিতে পারবেন, আমরা তাদের নেতৃত্বে নিয়ে আসবো। বর্তমানে সমঝোতা-সহমর্মিতার প্রয়োজন রয়েছে। তবে এখন দেশে বিদেশি শক্তিগুলো কাজ করছে। যা কিছু ঘটছে তা বিদেশি শক্তিগুলোর ওপর ভর করে চলছে।
 
নাসিম বলেন, আমরা খালেদা জিয়াকে আগামী ২ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছি। তিনি যদি তা না করেন তবে আমরা ৩ ফেব্রুয়ারি ১৭শ’ বিএনপি’র সমর্থক কলম নিয়ে তার কার্যালয়ের দিকে যাবো। সেখানে গিয়ে খালেদা জিয়াকে অনুরোধ করে বলবো, ‘মা এবার তুমি পদত্যাগ করো’।
 
প্রধানমন্ত্রীকে আহবান জানিয়ে নাসিম বলেন, আপনি গুটি কয়েক বিএনপি নেতার সঙ্গে কোনো সংলাপ করবেন না। আগামী ৬ মাসের মধ্যে আমরা বিএনপির বৈধ পূর্ণাঙ্গ কমিটি করে ৪টি বিষয়কে সামনে রেখে আপনার সঙ্গে সংলাপ করবো। আমাদের আলোচনায় শুধু তত্ত্বাবধায়ক বিষয় থাকবে না। আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে, শাসন রীতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে সে বিষয়েও আলোচনা করবো।
 
খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, আমরা খালেদা জিয়া ও তার পুত্রের ওপর বিশ্বাস করে দলের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তারা কেউ দল পরিচালনা করতে পারছেন না। খালেদা জিয়া এখন রাজনৈতিক অপশক্তির নেত্রী হয়েছেন। তাকে আর কোনো বৃহৎ রাজনৈতিক দলের কাণ্ডারি হিসেবে দেখতে দেওয়া হবে না।
 
তিনি বলেন, জিয়াউর রহমান যেমন বিদগ্ধ রাজনীতিবিদদের নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন, আমিও দেশের সকল বিদগ্ধ রাজনীতিবিদদের নিয়ে বিএনপি পুনর্গঠন করবো। আগামী ৬ ফেব্রুয়ারির পর ১৫ দিন পর পর আসল বিএনপিতে শুধু চমক দেখা যাবে। আগামী ৬ মাস পর আমরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে বর্তমান মহাজোট সরকারকে চ্যালেঞ্জ করতে পারবো।
 
তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তৃতা দেন। তাকে একটু সম্মান দিলে কি সমস্যা হয়? আপনি আগামী ৫০ বছরের দেশ নিয়ে কথা বলতে পারেন না। আপনি যদি সেটা করতেন তাহলে আপনার মাকে শুধুমাত্র গৃহকর্মীকে নিয়ে বের হতে হতো না।
 
তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়াকে এখন আর কেউ ভালোবাসে না। আমরা তাদের আর সময় দিতে চাই না। আবার গায়ের জোরে কিছু করতে চাই না। সারা দেশে আসল বিএনপির প্রায় এক থেকে দুই কোটি সমর্থক রয়েছেন। তাদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

নাসিম বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে বিএনপির ৪/৫ জন মুখপাত্রকে দেখা যাবে। যারা হয়তো বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বা চেয়ারপারসনের উপদেষ্টা বা মহানগর নেতা। তারা সবার পরিচিত মুখ।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।