ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার জেলা-উপজেলা-মহানগরে সাংস্কৃতিক দলের শোকসভা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
মঙ্গলবার জেলা-উপজেলা-মহানগরে সাংস্কৃতিক দলের শোকসভা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দেশব্যাপী তিনদিনের শোক দিবসের অংশ হিসেবে আলাদা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

সোমবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, তিনদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। দলের উদ্যোগে বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচি পালনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী জেড. আই মোস্তফা আলী মুকুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বেপারী দেশের প্রতিটি জেলা, উপজেলা ও মহানগর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।