ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে জামায়াত নেতা গ্রেফতার

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সাভারে জামায়াত নেতা গ্রেফতার

সাভার (ঢাকা): নাশকতা চেষ্টার অভিযোগে সাভার থানা জামায়াতের সহ সম্পাদক লুৎফর রহমানকে (৪৫) ভাটপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে সাভারের স্বর্ণকলী স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।



পুলিশ জানায়, বিএনপিসহ বিশদলীয় জোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধে সাভারে নাশকতা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ তাকে ভাটপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

জামায়াত নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বাংলানিউজকে বলেন, বিশ দলের অবরোধে সাভারে নাশকতা করতে পারে এমন অভিযোগে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।