ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সংকট নিরসনে ইসলামী আন্দোলনের ৩ দফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সংকট নিরসনে ইসলামী আন্দোলনের ৩ দফা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনোই পীর)।
 
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

 
 
এসময় তিনি চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ ও সংকট সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন।

রেজাউল করিম বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের অভিভাবক মাননীয় রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। অন্যদিকে খোলা চিঠির মাধ্যমে ক্ষমতাসীন সরকারকেও এ বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

‘দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে’ দাবি করে সংকট নিরসনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার জন্য সরকারের প্রতি তিনি আবারো আহ্বান জানান।

পাশাপাশি রাজনৈতিক সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি ৫ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দফা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
 
৫ ফেব্রুয়ারি ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সাদা পতাকা নিয়ে মানববন্ধন, ৮ ফেব্রুয়ারি দেশের সবগুলো জেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন ও ১৩ ফেব্রুয়ারি দেশের সবগুলো উপজেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
 
এসময় তিনি বলেন, এরপরও সংকট সমাধানে সরকার উদ্যোগ না নিলে শান্তি প্রতিষ্ঠার দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে শান্তি অভিযাত্রা বা ‘মার্চ ফর পিস’ কর্মসূচি নেওয়া হবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।