ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আমি খালেদা জিয়ার পাশে আছি: জাফর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
আমি খালেদা জিয়ার পাশে আছি: জাফর বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই শোকের সময়ে আমি পাশে আছি। তার ছেলের মৃত্যুতে আমি শোক জানাই।



এর আগে তিনি শোক বই’য়ে স্বাক্ষর করেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় তিনি গুলশান কার্যালয়ে এসে সাংবাদিকদের এসব একথা বলেন।    

এ সময় কাজী জাফরের সঙ্গে দলের কয়েকজন নেতাকর্মী ছিলেন।  

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকো গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়ার মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।