ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবেই সমাধান করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
‘রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবেই সমাধান করতে হবে’ ছবি: রাশেদ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত ‘গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা কর, রাজনৈতিক সংকটের সমাধান কর’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

জোনায়েদ সাকি বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকার যদি তা না করে তবে চলমান সকল সহিংসতার দায়ভার তাদেরকেই নিতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক ভাবে এই সংকটের সমাধান না হলে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে সাধারণ মানুষ রেহাই পাবে না। রাস্তায় সাধারণ মানুষ থাকতে পারবে না।

তিনি বলেন, বর্তমানে দেশ একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। কারণ বাংলাদেশ রাজনৈতিক সংকটে আছে।

তিনি বলেন, ২০ দলীয় জোট তাদের আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে দেশকে গহীন অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে। আন্দোলনের মাধ্যমে একটি স্থিতিশীল বাংলাদেশ তৈরি করা বড় কঠিন হয়ে পরবে।  

জনগণের কাছে আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, এই দেশ জনগণ তৈরি করেছে। এই দেশ রক্ষায় আপনাদেরকেই এগিয়ে আসতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বর থেকে হাইকোর্ট মোড় ঘুরে পণ্টনে গিয়ে শেষ হয়।

গণসংহতি আন্দোলনের পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক আন্দোলনের সমন্বয়কারী হামিদুল হক, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেট সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্কবাদীর কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ’র (মাহবুব) কেন্দ্রীয় নেতা মহিউদ্দীন চৌধুরী লিটন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।