ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র খালেক মুন্সী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র খালেক মুন্সী গ্রেফতার ছবি : প্রতীকী

ময়মনসিংহ: গৌরীপুর পৌরসভার বিএনপি দলীয় সাবেক মেয়র খালেক মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে ছেলে শোয়েব মুন্সী ও সহযোগী দেলোয়ার হোসেন দেলুসহ খালেক মুন্সীকে গ্রেফতার করে পুলিশ।



গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫-২০ দিন আগে তাঁতকুড়া এলাকায় একটি ইজিবাইক ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় খালেক মুন্সীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রেলে নাশকতাসহ তার বিরুদ্ধে ৩-৪ টি মামলা রয়েছে।

সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রোববার বিকেলে স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসের সামনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন সারোয়ার সজীবকে কুপিয়ে জখম করে খালেক মুন্সীর ছেলে শোয়েব ও তার সহযোগীরা।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।